অঞ্জয় কুমারের শিল্পকর্ম প্রদর্শনী ‘শব্দ নৈঃশব্দ্য’
|| শিল্পী পরিচিতি ||
অঞ্জয় কুমার একজন দৃশ্যশিল্পী। জন্ম ঠাকুরগাঁও জেলার রানীশনকৈলে। বাল্যকাল ও প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা রানীশনকৈলে। এরপর ২০০৮ সালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে বি.এফ.এ. প্রি-ডিগ্রি ও চিত্রকলা বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেন। ২০১৫ সালে তিনি ইউডা থেকে স্নাতকত্তোর শেষ করেন। ছোটবেলা থেকে বড় দাদার কাছ থেকে ছবি আঁকার অঞ্জয়ের হাতেখড়ি। আর বর্তমানে শিল্পের নানা মাধ্যমে কাজ করছেন তিনি। বড় পরিসরে তেমন প্রদর্শনী করার অভিজ্ঞতা নেই। একক প্রদর্শনীও হয়নি। তবে ১০টির মতো যৌথ প্রদর্শনীতে অংগ্রহণ করেছেন এ শিল্পী। অনলাইনে এটি তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। শিল্পী অঞ্জয় কুমার বর্তমানে ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
|| শিল্প ভাবনা ||
মানুষ তার জীবনকে নানানভাবে অর্থপূর্ণ করার চেষ্টা করে। কতটুকুইবা পারে? কিছুটা পারে, কিছুটা পারে না। এই না পারাটুকুই এক ধরনের অর্থহীনতা হিসেবে হাজির হয় আমাদের কাছে। একে অ্যাবসার্ডিটিও বলতে পারি জীবনের। আমরা যেন মিথের সেই সিসিপাস, অভিশপ্ত হয়ে প্রতিদিন একই পাথর ঠেলে ঠেলে উপরের দিকে তুলছি। অথবা আমরা ‘ওয়েটিং ফর গডো’। কিন্তু গডো কে, কই থাকে, সে কি আদৗ আমাদের কাছে আসবে? বা আমরা কি কোনোদিন পৌঁছাতে পারবো তার কাছে, জানা নেই। কোন উত্তর নেই আমাদের কাছে। এ না থাকাটা বা না জানাটা, নানানভাবে আমার কাজে হাজির হয়। সবটুকু সচেতনভাবে না, অনেক কিছু অচেতন থেকেও উঠে আসে। আর সমসমায়িক নানা ঘটনাপ্রবাহের নানা প্রতীকী রূপ হিসেবে আমার কাজে ধরা দেয়।
প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী অঞ্জয় কুমারের অনলাইন চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম শব্দ নৈঃশব্দ্য। প্রদর্শনীটি চলবে ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৪ নাগাদ।
চিত্র প্রদর্শনী || শব্দ নৈঃশব্দ্য || অঞ্জয় কুমার
শব্দ নৈঃশব্দ্য || ১
শব্দ নৈঃশব্দ্য || ২
শব্দ নৈঃশব্দ্য || ৩
শব্দ নৈঃশব্দ্য || ৪
শব্দ নৈঃশব্দ্য || ৫
শব্দ নৈঃশব্দ্য || ৬
শব্দ নৈঃশব্দ্য || ৭
শব্দ নৈঃশব্দ্য || ৮
শব্দ নৈঃশব্দ্য || ৯
শব্দ নৈঃশব্দ্য || ১০
শব্দ নৈঃশব্দ্য || ১১
শব্দ নৈঃশব্দ্য || ১২
শব্দ নৈঃশব্দ্য || ১৩
শব্দ নৈঃশব্দ্য || ১৪
শব্দ নৈঃশব্দ্য || ১৫
শব্দ নৈঃশব্দ্য || ১৬
শব্দ নৈঃশব্দ্য || ১৭
কপিরাইট © অঞ্জয় কুমার
very beautiful
orjune chandra
জানুয়ারি ০৫, ২০২৪ ১৩:৫৪
ভালো লাগলো বন্ধু খুবই সুন্দর হয়েছে ছবির ভাবনা গুলোও মজার ও ভাবনাময় তোর জন্য রইলো অনেক অনেক শুভকামনা ????
সজীব চন্দ্র ঘোষ
জানুয়ারি ০৫, ২০২৪ ১৩:৫৭
চমৎকার
শুভ্র কুমার রায
জানুয়ারি ০৫, ২০২৪ ১৪:৫০
অনেক সুন্দর হয়েছে।শুভকামনা রইল।
Aruna ROY
জানুয়ারি ০৫, ২০২৪ ১৫:৩৭
খুব ভালো লাগলো চিত্রকর্মগুলো। শিল্পী এবং প্রতিধ্বনিকে ধন্যবাদ।
আমিনুল ইসলাম সেলিম
জানুয়ারি ০৫, ২০২৪ ১৫:২১
কিছু না বলেও অনেক কথা বলে গেল, অনেক বাস্তবতা তুলে আনল। আয়োজনটা পছন্দ হইছে৷ এমন আয়োজন আরও হোক। ভালোবাসা শিল্পীর প্রতি।
নকিব মুকশি
জানুয়ারি ০৫, ২০২৪ ১৬:৪৭
ভাল লেগেছে। শিল্পীর জন্য শুভকামনা।
Anwar Hossain Biswas
জানুয়ারি ০৫, ২০২৪ ১৬:২৫
অসাধারণ
Nipa Rani
জানুয়ারি ০৫, ২০২৪ ১৭:৫৮
শুভকামনা দাদা ????????????অনেক ভালো লেগেছে আপনার শিল্পকর্মগুলো কে
হিরাজ রায়
জানুয়ারি ০৬, ২০২৪ ১৯:৪১
বেশ। অনেক সুন্দর।
Indrajit Mondal
জানুয়ারি ০৬, ২০২৪ ১৯:৪২
অনেক ভালো লাগলো কাজগুলো দেখে। শুভ কামনা রইলো শিল্পীর জন্য।
আমির হোসেন
জানুয়ারি ০৬, ২০২৪ ১৯:৪৬
সবাই অশেষ ধন্যবাদ।
Anjaye kumar
জানুয়ারি ২৫, ২০২৪ ১৯:৪১
অনেক সুন্দর হয়েছে।শুভকামনা রইল।
সুফল মহন্ত
জানুয়ারি ০৫, ২০২৪ ১২:৪৭