অঞ্জয় কুমারের শিল্পকর্ম প্রদর্শনী ‘শব্দ নৈঃশব্দ্য’

অ+ অ-

 

 

|| শিল্পী পরিচিতি ||

অঞ্জয় কুমার একজন দৃশ্যশিল্পী। জন্ম ঠাকুরগাঁও জেলার রানীশনকৈলে। বাল্যকাল ও প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখা রানীশনকৈলে। এরপর ২০০৮ সালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট   থেকে বি.এফ.এ. প্রি-ডিগ্রি ও চিত্রকলা  বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেন। ২০১৫  সালে তিনি ইউডা থেকে স্নাতকত্তোর শেষ  করেন। ছোটবেলা থেকে বড় দাদার কাছ থেকে ছবি আঁকার অঞ্জয়ের হাতেখড়ি। আর বর্তমানে শিল্পের নানা মাধ্যমে কাজ করছেন তিনি। বড় পরিসরে তেমন প্রদর্শনী করার অভিজ্ঞতা নেই। একক প্রদর্শনীও হয়নি। তবে ১০টির মতো যৌথ প্রদর্শনীতে অংগ্রহণ করেছেন এ শিল্পী। অনলাইনে এটি তার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। শিল্পী অঞ্জয় কুমার বর্তমানে ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

 

|| শিল্প ভাবনা ||

মানুষ তার জীবনকে নানানভাবে অর্থপূর্ণ করার চেষ্টা করে। কতটুকুইবা পারে? কিছুটা পারে, কিছুটা পারে না। এই না পারাটুকুই এক ধরনের অর্থহীনতা হিসেবে হাজির হয় আমাদের কাছে। একে অ্যাবসার্ডিটিও বলতে পারি জীবনের। আমরা যেন মিথের সেই সিসিপাস, অভিশপ্ত হয়ে প্রতিদিন একই পাথর ঠেলে ঠেলে উপরের দিকে তুলছি। অথবা আমরা ওয়েটিং ফর গডো। কিন্তু গডো কে, কই থাকে, সে কি আদৗ আমাদের কাছে আসবে? বা আমরা কি কোনোদিন পৌঁছাতে পারবো তার কাছে, জানা নেই। কোন উত্তর নেই আমাদের কাছে। এ না থাকাটা বা না জানাটা, নানানভাবে আমার কাজে হাজির হয়। সবটুকু সচেতনভাবে না, অনেক কিছু অচেতন থেকেও উঠে আসে। আর সমসমায়িক নানা ঘটনাপ্রবাহের নানা প্রতীকী রূপ হিসেবে আমার কাজে ধরা দেয়।

 

প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী অঞ্জয় কুমারের অনলাইন চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম শব্দ নৈঃশব্দ্য। প্রদর্শনীটি চলবে ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৪ নাগাদ। 

 

 

চিত্র প্রদর্শনী || শব্দ নৈঃশব্দ্য || অঞ্জয় কুমার

 

 

শব্দ নৈঃশব্দ্য ||

 

শব্দ নৈঃশব্দ্য ||

 

শব্দ নৈঃশব্দ্য ||

 

শব্দ নৈঃশব্দ্য ||

 

শব্দ নৈঃশব্দ্য ||

 

শব্দ নৈঃশব্দ্য || ৬

 

শব্দ নৈঃশব্দ্য || ৭

 

শব্দ নৈঃশব্দ্য || ৮

 

শব্দ নৈঃশব্দ্য || ৯

 

শব্দ নৈঃশব্দ্য || ১০

 

শব্দ নৈঃশব্দ্য || ১১

 

শব্দ নৈঃশব্দ্য || ১২

 

শব্দ নৈঃশব্দ্য || ১৩

 

শব্দ নৈঃশব্দ্য || ১৪

 

শব্দ নৈঃশব্দ্য || ১৫

 

শব্দ নৈঃশব্দ্য || ১৬

 

শব্দ নৈঃশব্দ্য || ১৭

কপিরাইট © অঞ্জয় কুমার