কিংবদন্তি শিল্পী শামীম সিকদারের অনলাইন ভাস্কর্য প্রদর্শনী
শিল্পী শামীম সিকদার কথা
শামীম সিকদার [জন্ম ২২ অক্টোবর ১৯৫২] বাংলাদেশের অন্যতম প্রধান ভাস্কর। বিখ্যাত ফ্রেঞ্চ ভাস্কর মি. সিভিস্কির অধীনে ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ঢাকার বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি ভাস্কর্য নিয়ে তিন বছর পড়াশোনা করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকার চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন। ১৯৭৪ সালে বিএফএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে লন্ডনের স্যার জন স্কুল অব ক্যাস থেকে তিনি ১৯৭৬ সালে সনদ অর্জন করেন। ১৯৯০ সালে তিনি চীনে বিখ্যাত ভাস্কর লী ডুলির সঙ্গে প্রায় এক বছর কাজ করেন।
শামীম সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগে ১৯৮০ সাল থেকে শিক্ষকতা শুরু করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অবসর গ্রহণ করে ২০০১ সাল থেকে তিনি লন্ডনে ভাস্কর হিসেবে প্রবাসী জীবনযাপন করেছেন।
একুশে পদকসহ শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
১৯৭৪ সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ভাস্কর্য নির্মাণ করেন শিল্পী শামীম সিকদার। ১৯৮২ সালে বাংলাদেশ পররাষ্ট্র্ মন্ত্রণালয়ে ‘লা গের্নিকা বাংলাদেশ’ শীর্ষক মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ভাস্কর্য স্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ শিরোনামে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর নির্মিত বৈশিষ্ট্যপূর্ণ ভাস্কর্যটি ১৯৮৮ সালে নানান প্রতিকুলতার মাঝে নির্মাণ করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি সুউচ্চ তেজদীপ্ত ভাস্কর্য ১৯৮৬ সালে ঢাকার বিএফডিসিতে স্থাপন করেন। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সম্মুখে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য নির্মাণ করেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁর সৃষ্ট বহু ভাস্কর্য স্থাপিত হয়েছে। ১৯৭৫ সালে চারুকলা ইনন্সটিটিউটে শামীম সিকদারের প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালে লন্ডনের কমনওয়েলথ ইনস্টিটিউটে, ১৯৮২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে তাঁর একক ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০১০ সালে শামীম সিকদারের ‘ফলসহুড’ শীর্ষক ভাস্কর্য লন্ডনের বিখ্যাত ভিক্টোরিয়া এন্ড আলবার্ট মিউজিয়ামে প্রদর্শিত হয়। তিনি দেশে-বিদেশে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ‘ইনার ট্রুথ অব স্কাল্পচার: আ বুক অন স্কাল্পচার’, ‘স্কালপচার কামিং ফ্রম হেভেন’ ও ‘শামীম সিকদার: কনটেম্পোরারি আর্ট সিরিজ অব বাংলাদেশ’ শিরোনামে শিল্পী শামীম সিকদারের শিল্পকর্ম ও লেখা নিয়ে তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
১৯৭১ সালের ১৬ মার্চ ঢাকার রাজপথে শামীম সিকদার্ [বাঁ থেকে দ্বিতীয়জন], ছবি © রশিদ তালুকদার
ভাস্কর শামীম সিকদারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত ‘স্বাধীনতার সংগ্রাম’ শীর্ষক বিশাল ভাস্কর্যটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ভাস্কর্য স্থাপনা। ১৯৯৯ সালের ৭ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনার সংলগ্ন উন্মুক্ত ভাস্কর্য উদ্যানে তাঁর নির্মিত দেশবিদেশের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের শতাধিক ভাস্কর্যের সঙ্গে ‘স্বাধীনতার সংগ্রাম’ ভাস্কর্যটি উন্মোচন করেন।
শিল্পী শামীম সিকদার ১৯৬৯, ১৯৭০, ১৯৭৩ এবং ১৯৭৪ সালে ইনস্টিটিউট অব ফাইন আর্টস পুরস্কার অর্জন করেন। ১৯৭৩ সালে তিনি সিলভার জুবলি অ্যাডওয়াার্ড অব ফাইন আর্ট লাভ করেন। ভাস্কর্যের ওপর ১৯৭৪ সালে অর্জন করেন প্রধানমন্ত্রী পুরস্কার। ২০০০ সালে একুশে পদক পান তিনি। কিংবদন্তি এই ভাস্কর ২১ মার্চ ২০২৩ ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রয়াত শিল্পীর প্রতি প্রতিধ্বনির পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা।
প্রতিধ্বনি সদ্যপ্রয়াত শিল্পী শামীম সিকদারের ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর সার্বিক সহযোগিতা করেছেন কিউরেটর অর্ক রিপন। প্রদর্শনীর ছবির সম্পূর্ণ কপিরাইট সংরক্ষণ করে আর্টকন।
কিংবদন্তি শিল্পী শামীম সিকদারের ভাস্কর্য প্রদর্শনী
স্বোপার্জিত স্বাধীনতা [টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়]: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
লা গেয়ের্নিকা বাংলাদেশ [পররাষ্ট্র মন্ত্রণালয়]: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
বুদ্ধ: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
শান্তির আহ্বান: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
রিয়েল হিরো অব বাংলাদেশ: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
গ্রেট রেভ্যুলেশনারি: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
সুকান্ত ভট্টাচার্য্য: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
এস এম সুলতান: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
মিস্টেরিয়াস ক্রিয়েচার: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
দ্য ইনোভেশন: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
মিস্টেরিয়াস ক্রিয়েচার: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
এন্ড এক্সপোজার অব ইনার থট: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
আত্মপ্রতিকৃতি: শিল্পী শামীম সিকদার, ছবি © আর্টকন
দুটো দুর্লভ আলোকচিত্র
কাজী নজরুল ইসলাম ও শামীম সিকদার
এস এস সুলতান ও পিতার সঙ্গে শামীম সিকদার
ধন্যবাদ, অনেক তথ্য জানতে পারলাম।
ননজরুল ইসলাম দুলাল
এপ্রিল ০৮, ২০২৩ ২১:১৩