আর্নেস্ট হেমিংওয়ের অজানা জগত নিয়ে বই
গল্পকার, ভ্রমণ লেখক, অনুবাদক এবং অর্থনৈতিক বিশ্লেষক ফারুক মঈনউদ্দীন বিচিত্র বিষয় নিয়ে লেখালেখি করছেন। কথাসাহিত্য, অনুবাদ, ভ্রমণ গদ্য ও নানা বিশ্লেষণধর্মী লেখা নিয়ে তার বইয়ের সংখ্যা ২৪ টির অধিক। এবার তিনি লিখেছেন ব্যতিক্রমি এক বই—‘গোয়েন্দা হেমিংওয়ে ও তাঁর প্রেমিকাদের খোঁজে’। মার্কিন কথাসাহিত্যের কিংবদন্তি লেখক আর্নেস্ট হেমিংওয়ের ঘটনাবহুল এক অচেনা জগতকে উন্মোচন করেছেন তিনি। বাংলায় হেমিংওয়ের সাহিত্যের দু-চার পাড়া অনুবাদ মিলবে হয়তো, কিন্তু তার অজানা-আড়ালের জগত নিয়ে বই চোখে মেলা ভার। লেখক ফারুক মঈনউদ্দীন এবার হেমিংওয়েকে নিয়ে নতুন করে কৌতুহল-উদ্দীপনা বাড়িয়ে দিয়েছেন।
নোবেলজয়ী মার্কিন লেখক হেমিংওয়ে ছিলেন একাধারে নন্দিত ও নিন্দিত। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই মানুষটি দুটি বিশ্বযুদ্ধই প্রত্যক্ষ করেন। প্রথমটিতে মারাত্মক আহত হয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি। পরবর্তী জীবনে দুবার বিমান দুর্ঘটনায় নিজের ও স্ত্রীর মৃত্যুর খবর পড়েছেন সংবাদপত্রে। অ্যাম্বুলেন্স চালক ও সমর সাংবাদিক হিসেবে রণক্ষেত্রে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সময়ে শিকার, মুষ্টিযুদ্ধ, ষাঁড়ের লড়াই, গভীর সমুদ্রে মাছ ধরাসহ নানা দুঃসাহসিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। ছাত্র জীবন থেকেই বিভিন্ন বয়সী নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। পরবর্তী জীবনে যাদের মধ্যে ছিলেন এক আফ্রিকান কৃষ্ণাঙ্গ তরুণীও। বিভিন্ন সময়ে একাধিক পক্ষের হয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গুপ্তচরবৃত্তি করেছেন, প্রমাণিত এবং অনুমাননির্ভর এমন ভূমিকার কথাও উপেক্ষা করা যায় না।
হেমিংওয়ের প্যারিস-জীবন নিয়ে মরণোত্তরকালে প্রকাশিত বিতর্কিত স্মৃতিগ্রন্থটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হলে তা আবার নতুন বিতর্কের সৃষ্টি করে। হেমিংওয়ের জীবনের এ ধরনের নানা প্রসঙ্গ নিয়ে এই বইয়ে চারটি গবেষণালব্ধ রচনা সন্নিবেশিত হয়েছে, যা পাঠে রমণীমোহন, দুঃসাহসী ও শক্তিশালী এই সাহিত্যিক প্রতিভা ও বিতর্কিত মানুষটিকে চেনা যাবে। তাকে নিয়েই বিশদ অনুসন্ধান করে লেখা এ বই। পাঠক এতে খুঁজে পাবেন অচেনা এক রমণীমোহন, দুঃসাহসী ও আলোচিত হেমিংওয়েকে, যিনি হয়তো ছিলেন একজন গুপ্তচরও। ‘গোয়েন্দা হেমিংওয়ে ও তাঁর প্রেমিকাদের খোঁজে’ বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল। বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন