‘শূন্য সময়’ শিরোনামে দীর্ঘ কবিতার বই

অ+ অ-

 

কবি প্রকাশনী প্রকাশ করেছে হানযালা হানের কাব্যগ্রন্থ শূন্য সময় এটি দীর্ঘ কবিতার বই। বর্তমান সময়ে দীর্ঘ কবিতা লেখার চল তেমন নেই। সমকালীন সমাজ বাস্তবতার প্রতিফলন হয়তো এমনই। কেননা মানুষ যে বাস্তবতার ওপর জীবন ধারণ করেন, সেখানে যেন সবকিছুই এখন সংক্ষিপ্ত! হানযালার ছয় বছরে টানা লেখা কবিতার এক স্বাক্ষর শূন্য সময়।     

বাংলায় দীর্ঘ কবিতার একটা ধরন আছে। বেশির ভাগই কাহিনী নির্ভর। মহাকাব্যিক পটভূমিকে আশ্রয় করে এসব দীর্ঘ কবিতা লেখা হয়েছে।  হানজালা এই ক্ষেত্রে ব্যতিক্রমএকে তো দীর্ঘ কবিতা, তার ওপর এতে নেই কোনো পর্ব বা অধ্যায় ভাগ নেই কোনো গৎবাঁধা কাহিনী ফলে কাহিনীকাব্য নয় মহাকাব্যিক কোনো নায়কের কথা বলা হয়নি ফলে মহাকাব্যও নয় তাহলে কী আছে এই গ্রন্থে?

বইতে আছেবহমান যে সময়, মহাসময়, সেই সময়কে কাপালিকের ন্যায় রশি দিয়ে বাঁধার চেষ্টা সময়যেখানে আমরা বীজ বুনি, চারা রোপণ করি, রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ফসল পাকার অপেক্ষায় থাকি, সেই অপেক্ষার কথা বলা আছে পাকা ধান কাটার আগে হাতির পাল এসে আমাদের সারা বছরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন নষ্ট করে যায়, বন্যা এসে ডুবিয়ে দেয় আমাদের চোখের সামনে মহামূল্যবান সময় হারিয়ে যায়, কিন্তু আমরা কিছুই করতে পারি না সেই না পারার গ্লানির রেখা আঁকা আছে আর আছে এক বিশাল আকারের না, আদতে তা শূন্য সময়কে উন্মীলিত করার প্রয়াস

শূন্য সময়এই বইটির প্রচ্ছদ এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান ৪৮ পৃষ্ঠার বইয়ের মূল্য ১৭৫ টাকা আগেও তার দুটি বই প্রকাশিত হয়েছে ২০১৬ সালে জোছনার সাইরেন এবং ২০১৯ সালে জলপরিদের দ্বীপে