একজন রোগীর করুণ কাহিনী ‘অসুখের দিন’
অনেক দিন ধরে লেখালেখি করছেন ওয়াহিদ সুজন। কথাসাহিত্যে বেশ হাতও পাকিয়েছেন। এবার বাছবিচার বুকস থেকে প্রকাশিত হলো তার তৃতীয়গ্রন্থ ‘অসুখের দিন’। বইটির প্রচ্ছদ করেছেন খেয়া মেজবা। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। অসুখের দিন মূলত আত্মজৈবনিক উপন্যাস। স্মৃতিচারণ গ্রন্থও বলা যায়। তবে যেটাই হোক, পাঠক অতৃপ্ত হবেন না। নিজেকেই খুঁজে ফিরবে পাঠে। চিকিৎসা-সংক্রান্ত অভিজ্ঞতা আমাদের সবার অল্পবিস্তর রয়েছে। মানবজাতির এতদূর প্রসারে চিকিৎসাবিজ্ঞানের অবদান সবচেয়ে বেশি। সেই চিকিৎসকদের কাছে এ বই দিয়ে বেশ কিছু প্রশ্ন রেখেছেন সুজন।
পুঁজিবাদী সমাজে শিক্ষা-চিকিৎসা অনেক আগেই বিক্রি হয়ে গেছে। সোজা কথায়, সাধারণ মানুষ এখন ভালো চিকিৎসার আওতার বাইরে। সুজন তার বইয়ে সরাসরি সেসব কথা বলেননি বটে, তবে লেখনীতে বারবার আমাদের দেশের করুণ চিকিৎসা সেবার কথায় মনে করিয়ে দেয়। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট মেডিকেল ও ক্লিনিকগুলোর কাছে জিম্মি হওয়ার মতো ঘটনাও উল্লেখ করেছেন সুজন। বলা চলে, তার এ বই আমাদের দেশের দায়িত্বজ্ঞানহীন চিকিৎসা সেবার ভুক্তভোগী এক রোগীর করুণ কাহিনী।
ইবনে সিনা-ইবনে রুশদরা মানবকল্যাণে চিকিৎসাবিজ্ঞানে অবদান রেখেছিলেন। তাদের সেই আদর্শ এখন আর কে বা ধারন করেন! সর্বক্ষেত্রে মূল্যবোধ বিকিয়ে যাওয়া করুণ দশার বয়ানই উঠে এসেছে মূলত সুজনের বইটিতে। চিকিৎসার জন্য করোনা মহামারি লকডাউনের সময় তাকে কেমন কঠিন পথ পাড়ি দিতে হয়েছে সেসব দৃশ্যেরও অবতারণা করেছেন। কয়েকজন অসাধুর ভুল চিকিৎসা রোগীকে কোন জায়গায় ঠেলে দিতে পারে সেসবের মর্মান্তিক বিবরণই মূলত অসুখের দিনের বিষয়বস্তু।



আপনার মন্তব্য প্রদান করুন