ফাহাদ হাসান কাজমীর শিল্পকর্ম প্রদর্শনী ‘মুখ ও মুখোশের দূরত্ব’

অ+ অ-

 

 

|| শিল্পী পরিচিতি ||

ফাহাদ হাসান কাজমী একজন বাংলাদেশী দৃশ্যশিল্পী। জন্ম ১৯৮৭ সালের ৮ সেপ্টেম্বর, বাংলাদেশের ফেনী জেলায়। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রয়িং ও পেইন্টিং বিভাগে ২০১৪ সালে স্নাতকোত্তর। তিনি ড্রয়িং, পেইন্টিং, কোলাজ, ফাউন্ড এন্ড রেডিমেড অবজেক্টস, রিসাইকেলিং, ডিজিটাল মিডিয়া, সাইড স্পেসিফিক এবং ইন্সটলেশন বিভিন্ন মাধ্যমে কাজ করেন। কুড়িয়ে পাওয়া দরকারি-অদরকারি বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে পছন্দ করেন। পাশাপাশি কোলাজ, ফটোমেনুপুলেশন এবং ইন্সটলেশনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কাজমীর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১৭ সালে, ঢাকার কলা কেন্দ্রে। প্রদর্শনীর শিরোনাম ছিল লেয়ার্স। একই শিরোনামে দ্বিতীয় একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১৮ সালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী রশীদ চৌধুরী গ্যালারিতে। তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বর্তমানে ফেনীতে বসবাস করছেন।

 

|| শিল্প ভাবনা ||

যেখানে আমরা দাঁড়িয়ে, অনেক কিছুর সম্মিলনের মাঝেও কোথাও যেন একটা শূন্যতা বিরাজ করে। সেখানে অস্থিরতা ভর করে মনোজগতে! চিৎকার করে কিছু বলতে চাওয়া মুখগুলো যেন বোবা হয়ে যায়। সবাই কী যেন লুকাতে চায়বদলাতে চায় রঙ-রূপ। কেউ প্রকাশিত নয়, আপন স্বরূপে। সকলেই মুখোশের আড়ালে আড়াল করছে নিজেকে। কখনো-বা যদি আবার কিছু করার তাড়না ভর করেতখন অবচেতনে উন্মোচিত হয় বিস্মৃত রূপপ্রকাশ্য হয় আড়ালে থাকা যত বয়ান। শিল্প সেখানেই ধরা দেয় যেখানে থাকে যাপিত জীবনের নানা বাস্তবতা, অভিজ্ঞতা, আবেগ-অনুভূতি তথা আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্মৃতি-বিস্মৃতির বয়ান। শিল্পের এ বয়ান কখনো বোবার, কখনো অন্ধের, কখনো শ্রেণি প্রাধান্যতা রন্ধ্রের। এ বয়ান উৎপাদক ও উৎপাদন নিয়ন্ত্রকের শ্রেণি বৈষম্যের শিকার হওয়া যত স্বপ্নের।

প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী ফাহাদ হাসান কাজমীর একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম মুখ ও মুখোশের দূরত্ব। প্রদর্শনীটি চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৪ সাল নাগাদ।   

 

শিল্পকর্ম প্রদর্শনী || মুখ ও মুখোশের দূরত্ব || ফাহাদ হাসান কাজমী

 

মুখ ও মুখোশের দূরত্ব || ১  

মুখ ও মুখোশের দূরত্ব || 

মুখ ও মুখোশের দূরত্ব || 

মুখ ও মুখোশের দূরত্ব ||

মুখ ও মুখোশের দূরত্ব ||

মুখ ও মুখোশের দূরত্ব ||

মুখ ও মুখোশের দূরত্ব ||

মুখ ও মুখোশের দূরত্ব ||

মুখ ও মুখোশের দূরত্ব ||

মুখ ও মুখোশের দূরত্ব || ১০

মুখ ও মুখোশের দূরত্ব || ১১

মুখ ও মুখোশের দূরত্ব || ১২

মুখ ও মুখোশের দূরত্ব || ১৩

মুখ ও মুখোশের দূরত্ব || ১৪

মুখ ও মুখোশের দূরত্ব || ১৫

মুখ ও মুখোশের দূরত্ব || ১৬

মুখ ও মুখোশের দূরত্ব || ১৭

মুখ ও মুখোশের দূরত্ব © ফাহাদ হাসান কাজমী