ফাহাদ হাসান কাজমীর শিল্পকর্ম প্রদর্শনী ‘মুখ ও মুখোশের দূরত্ব’
|| শিল্পী পরিচিতি ||
ফাহাদ হাসান কাজমী একজন বাংলাদেশী দৃশ্যশিল্পী। জন্ম ১৯৮৭ সালের ৮ সেপ্টেম্বর, বাংলাদেশের ফেনী জেলায়। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রয়িং ও পেইন্টিং বিভাগে ২০১৪ সালে স্নাতকোত্তর। তিনি ড্রয়িং, পেইন্টিং, কোলাজ, ফাউন্ড এন্ড রেডিমেড অবজেক্টস, রিসাইকেলিং, ডিজিটাল মিডিয়া, সাইড স্পেসিফিক এবং ইন্সটলেশন বিভিন্ন মাধ্যমে কাজ করেন। কুড়িয়ে পাওয়া দরকারি-অদরকারি বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে পছন্দ করেন। পাশাপাশি কোলাজ, ফটোমেনুপুলেশন এবং ইন্সটলেশনে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কাজমীর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১৭ সালে, ঢাকার কলা কেন্দ্রে। প্রদর্শনীর শিরোনাম ছিল লেয়ার্স। একই শিরোনামে দ্বিতীয় একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০১৮ সালে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী রশীদ চৌধুরী গ্যালারিতে। তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বর্তমানে ফেনীতে বসবাস করছেন।
|| শিল্প ভাবনা ||
যেখানে আমরা দাঁড়িয়ে, অনেক কিছুর সম্মিলনের মাঝেও কোথাও যেন একটা শূন্যতা বিরাজ করে। সেখানে অস্থিরতা ভর করে মনোজগতে! চিৎকার করে কিছু বলতে চাওয়া মুখগুলো যেন বোবা হয়ে যায়। সবাই কী যেন লুকাতে চায়—বদলাতে চায় রঙ-রূপ। কেউ প্রকাশিত নয়, আপন স্বরূপে। সকলেই মুখোশের আড়ালে আড়াল করছে নিজেকে। কখনো-বা যদি আবার কিছু করার তাড়না ভর করে—তখন অবচেতনে উন্মোচিত হয় বিস্মৃত রূপ—প্রকাশ্য হয় আড়ালে থাকা যত বয়ান। শিল্প সেখানেই ধরা দেয় যেখানে থাকে যাপিত জীবনের নানা বাস্তবতা, অভিজ্ঞতা, আবেগ-অনুভূতি তথা আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্মৃতি-বিস্মৃতির বয়ান। শিল্পের এ বয়ান কখনো বোবার, কখনো অন্ধের, কখনো শ্রেণি প্রাধান্যতা রন্ধ্রের। এ বয়ান উৎপাদক ও উৎপাদন নিয়ন্ত্রকের শ্রেণি বৈষম্যের শিকার হওয়া যত স্বপ্নের।
প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী ফাহাদ হাসান কাজমীর একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম মুখ ও মুখোশের দূরত্ব। প্রদর্শনীটি চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৪ সাল নাগাদ।
শিল্পকর্ম প্রদর্শনী || মুখ ও মুখোশের দূরত্ব || ফাহাদ হাসান কাজমী
মুখ ও মুখোশের দূরত্ব || ১
মুখ ও মুখোশের দূরত্ব || ২
মুখ ও মুখোশের দূরত্ব || ৩
মুখ ও মুখোশের দূরত্ব || ৪
মুখ ও মুখোশের দূরত্ব || ৫
মুখ ও মুখোশের দূরত্ব || ৬
মুখ ও মুখোশের দূরত্ব || ৭
মুখ ও মুখোশের দূরত্ব || ৮
মুখ ও মুখোশের দূরত্ব || ৯
মুখ ও মুখোশের দূরত্ব || ১০
মুখ ও মুখোশের দূরত্ব || ১১
মুখ ও মুখোশের দূরত্ব || ১২
মুখ ও মুখোশের দূরত্ব || ১৩
মুখ ও মুখোশের দূরত্ব || ১৪
মুখ ও মুখোশের দূরত্ব || ১৫
মুখ ও মুখোশের দূরত্ব || ১৬
মুখ ও মুখোশের দূরত্ব || ১৭
মুখ ও মুখোশের দূরত্ব © ফাহাদ হাসান কাজমী
শিল্পকর্মগুলো দেখে নিচের লাইনগুলো মনে পড়ে : এখন মানুষ পরে থাকে বাজারের দয়ালু মুখোশ --------------------------------- চারিদিকে মুখোশের পাহাড়, আমরা মুখোশের রাজ্যের শূন্যতা ...
Shankar Kumar Dash
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:২০
কাজমীর কাজ সব সময় আমাকে অনুপ্রানিত করে, বাস্তবতা আর আকাঙ্ক্ষার মাঝে দাড় করিয়ে দেয়। এই হতভাগার দেশে শিল্পের সাথে যাপিত জীবন যেন এক পাপ, তবুও ভরসা পাই ভাই ব্রাদারের কাজ দেখে। ভালো থাক কাজমী। শুভ কামনা রইলো।
বিজু
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১২:৩৩
I like his work always. His sensitive representation of image manipulation and placements are unique and important to understand the politics of living... I wish his this sensitive spirit last long and best wishes in his way of life journey...
Afsana Sharmin Zhumpa
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৩:৩৯
'দূরত্ব যতই হোক, কাছে থাকুক'—গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের কথা মনে পড়ে গেলো; মুখ ও মুখোশের দূরত্ব যতটুকু ঠিক ততটুকুই নৈকট্য বজায় রাখা যে শ্রেণীর দায়িত্ব, সেই মধ্যস্থতাকারী শ্রেণীর আধিপত্য বিস্তার শিল্প-সংস্কৃতি থেকে দূরে থাকুক। কাজমী'র জন্য শুভ কামনা—সবসময়!
shahriar
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ২৩:০১
কাজমীর কাজ দেখা মানেই সবসময়ই অসাধারন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাতায়াত করা।ওর কাজের মাধ্যমে আমাদের আশপাশের নানা অসংগতির চিত্র ভেসে ওঠে যা থেকে আমরা ভালো কিছু করার পজেটিভ একটা ম্যাসেজ পেয়ে যায়।শুভ কামনা রইলো প্রিয় শিল্পীর জন্য।
শফিক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১৯:১৭
চমৎকার কাজ! অভিনন্দন
ফারজানা
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১৭:৪৪
বরাবরের মতোই কাজমী ভাইয়ের কাজ ভালো লাগে। উনার কাজের মাধ্যম এবং সমসাময়িক বিষয়বস্তুর সংমিশ্রণে অসাধারণ কিছু দেখতে পাই। অভিনন্দন এবং শুভকামনা।
আবু দারদা
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১৯:১৩
সবাইকে ধন্যবাদ।
কাজমী
মার্চ ১৭, ২০২৪ ০৯:১৪
অনেক ভাল লাগল, অনেক মজার কাজ।
এ, এছেন
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৩৯