লালরঙা দেশে ও অন্যান্য কবিতা

অ+ অ-

 

লালরঙা দেশে

|| ১ ||

কোনও চিহ্ন রাখবেন না ম্যাডাম
এটা দাস ক্যাপিটালের যুগ
ঘরে ঘরে মার্কস ঢুকে যাবে।

বেনো জলে মার্কস আসার আগে
এসএমএস করে রাখবেন—
‘পরের ক্ষেতের ধান, 
রাখিব অম্লান 
কারোর ঘরে আগুন দিবো না রাগে।’

আরও বলবেন, রুপোর মূল্যে স্বর্ণ বিক্রি হবে
যার যা চাহিদা, আইফোন, বিরিয়ানি, সবই পূরণ হবে।


|| ২ ||

মনে রেখ শাসক
লড়াই সংক্রামক!
বৃথা লাঠি-বন্দুক
ক্ষত-বিক্ষত বুক
তার মাঝে লালরঙা
প্রতিরোধ উৎসব!

শ্রাবণের ফ্যাসিবাদী রাতে
শুধুই সাপলুডু, ছেড়ে গেছে প্রেম
ও ম্যাডাম, ও প্রিয়
তোমার চুমুতে মরে গেলে
মিথ্যা কান্না ছুঁড়ে দিও!

তুমিই দেশপ্রেমিক, আমরা শুধুই শ্রমিক!
তুমি সর্বজ্ঞানী, আমরা বুঝি না কিছু
পেটে খিদা নিয়ে শান্তশিষ্ট আছি—
             জিডিপি বেড়েছে মাথাপিছু!


|| ৩ ||

ছেলেরা দখল নেবে সান্ধ্যকালীন মেঘ
মধ্যবিত্ত হাসি-খুশি মনে, হৃদয়ে আমার
ভালোবাসা-প্রেম নুয়ে পড়ে আন্দোলনে

ঘুরে যাবে সব, উলোট-পালোট
                যেহেতু পৃথিবী গোল
ফ্যাসিস্ট হাহাকার, ঘুরেফিরে বারবার
     খুব বেশি আবোল তাবোল!
হবে না সুযোগ, হয় না ম্যাডাম
                   মেহনতি মহাকাশ
                   (যদিও আবেগের দাস)
                   বৃথাই আবেগ প্রবণ!

 

অন্ধ দৈত্যের দ্বেষ

স্বরযন্ত্র চিনে ফেলেছি আজ
শ্বাসনালী কেঁপে ওঠে শব্দের তোড়ে
নির্লজ্জ আর উদ্ধত ভঙ্গির হাসিতে
বিপন্ন নগরব্যাপী তৃণ, যেন
দীর্ঘদিনে পেকে ওঠা সূর্যের কল্পনা!

হাওয়ার পায়ে রূপোর বালা
থাকো দ্বন্দ্বহীন—দ্বন্দ্বমুখর
এদিক-ওদিক ঘুরে
দ্যাখো বিদ্বেষ—কলহপ্রবণ সংকল্প৷
আকর্ষণ, ঝলমলে মায়া হারাচ্ছে
নীল সংঘ, উপনিবেশ৷

পথ ভুল করা হাতিদের দীর্ঘশ্বাসের মতো
কৃত্রিম নিসর্গনামক অর্জন, সাময়িক
আবহমান নৈঃশব্দ্য তাকে উপহাস করে—
তড়িৎ-প্রবাহ দেখে মনে হয়, যা কিছু
নিরুপায় সবুজ—ওরা রৌপ্যনির্মিত
সহানুভূতিহীন; শুধুই লুটপাট, অন্ধদৈত্যকূল!

 

বিদ্যুৎ-চমকের মতো

মুখোমুখি দাঁড়ালে এসে
ঝড়ো বাতাশের কৌতুক৷ অথচ শান্ত
ভীষণ, বাইরে দাবানল
                     মুখরস্বভাবে৷

আশ্চর্য ঢিবির নীচে, নিঃস্ব ভ্রমর
আঁকড়ে ধরবে কাকে?
দ্বিধাগ্রস্ত হাওয়ায়
দুলে ওঠে সামাজিক প্রেম!

বিদ্যুৎ-চমকের মতো
পাঁচিল ডিঙিয়ে এলো
মূর্তিমান অন্ধকার—ঠেকানো
যাবে না আজ কাউকেই৷

ওইসব মৃত্যুর মতো হাসিঠাট্টা
ভাসে ব্যক্তিগত ঝর্ণার জলে৷

এই নিয়ে প্রতিরাতে
ঘুমের ভেতরও নিশ্চিত গোলযোগ৷
ক্ষীণ আলোয় দেখি স্বপ্ন নেই কোনো
স্পষ্ট বেটোফেন বুক-ভাঙা শ্বাসে৷