জীবনের বর্ণমালা ও অন্যান্য কবিতা
|| রূপকথা ||
আমি
আমার বুকের বোতাম খুলে রেখেছি
আসবে সে
বৃষ্টির জলসায় উন্মোচিত হবে
সমস্ত গোপন রূপকথা
কোথায় সে
কার চোখের পাপড়িতে জমে আছে না-বলা কথার ইঙ্গিত
বাতাসে ফুলের সুগন্ধ
কোথাও ফুটেছে বুঝি ভোরের গোলাপ
এখন কি ফুলের মৌসুম
না তো
এখন ফুলের মৌসুম নয়
নাট্যমঞ্চে মঞ্চস্থ হচ্ছে কদম ফুলের নৃত্য
|| বিরোধীদলের ষড়যন্ত্র ||
তোমাদের ঘরে আলো জ্বলে
কারণ আমাদের নেতা নিভৃত অন্ধকারে বসে
উদ্ভাবন করেছেন দেশলাইয়ের কাঠি;
সমুদ্রের তলদেশ থেকে আমরাই তুলে এনেছি
জীবনের উজ্জ্বল বর্ণমালা;
এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কে আছে এমন
সকলের জন্য তিনি
আবাদ করছেন গোলাপের রঙ ও সুবাস;
উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দেশ
আগামী বসন্তে
তোমাদের হৃৎপিণে্ড স্পন্দনে শুনতে পাবে
পাখিদের কিচিরমিচর;
কারো জীবনে আসবে না আর পাতা ঝরবার ঋতু;
যা দেখছো বিরোধীদলের ষড়যন্ত্র।
|| জীবনের বর্ণমালা ||
তিনি যুদ্ধের পোশাক উপহার দেন আমাদের
আর আমরা
আমাদের নিজস্ব পোশাক খুলে পড়ে নিই যুদ্ধের পোশাক
যুদ্ধের পোশাক উপহার দিয়ে
তিনি ঢুকে যান জমজমাট নাচের আসরে
আর আমরা উদযাপন করি তার নামের ঐশ্বর্য
আমরা এই সাক্ষ্য দিই যে
এই পলিমাটিতে
সকাল-সন্ধ্যা তার নামে টুপটাপ ঝরে পড়ে রক্তজবা
এই ভেবে আমরা আহ্লাদিত হই
তার নাম থেকেই এসেছে আমাদের জীবনের উজ্জ্বল বর্ণমালা
|| তুমি আমি ||
আলো ও অন্ধকার
ন্যায় ও অন্যায়
প্রেম ও ঘৃণা
সত্য ও মিথ্যা
সবকিছু এখানে নিরর্থক
সবকিছুই নিরর্থক
আশা ও নিরাশা
হাসি ও কান্না
প্রাণ ও কৃত্রিমতা
মালিক ও দাস
সবকিছুই নিরর্থক
বন্ধু ও শত্রু
জীবন ও মৃত্যু
পাপ ও পুণ্য
মানুষ ও পশু
সবকিছু এখানে নিরর্থক
এখানে
শুধু তুমি আর আমি



আপনার মন্তব্য প্রদান করুন