মুক্তিযুদ্ধের গল্প ‘দহনদিনের বীণা’

অ+ অ-

একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সত্যিকারের জনযুদ্ধ। নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই সমানভাবে সামিল হয়েছিল সেই যুদ্ধেকেউবা প্রকাশ্যে অস্ত্র হাতে, কেউবা গোপনে, কেউবা সমর্থন দিয়ে, কেউবা সহযোগী হিসেবে। মুক্তিযুদ্ধের সেই সব ঘটনার ইতিহাস লেখা হচ্ছে। সাহিত্যেও এসেছে অনেক কিছু। অনেক অজানা ঘটনা ভবিষ্যতে লেখা হবে। এবার মুক্তিযুদ্ধের জানা-অজানা ঘটনা নিয়ে গল্প লিখেছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। দহনদিনের বীণা শিরোনামে আফসানার গল্প সংকলনটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশনী।

দেশের নামে যুদ্ধ হয়। সে যুদ্ধ করে বাস্তব, ব্যক্তি মানুষ। সম্যক যোদ্ধার বাইরে কত রকম মানুষের সংযোগে সৃষ্টি হয়েছে একটি সংগ্রাম। কাঠামো ধারণ করতে পারে না বলে এই যুদ্ধের অনেক মানুষ বয়ানের বাইরে থেকে যায়। মুক্তিযুদ্ধে নারী সেই দাপুটে বয়ানের বাইরে থাকা এক চরিত্র। ছোটো ছোটো অনেক যুদ্ধ এক হয়ে একটি মুক্তিযুদ্ধ তৈরি হয়। কত রূপে নারী সেই যুদ্ধকে সম্ভব করে তুলেছে সম্যক যুদ্ধে অংশগ্রহণের বাইরেও।

ইতিহাসের প্রত্যন্ত অঞ্চলের বর্ণনার বাইরে থেকে যাওয়া নারীর যুদ্ধের কথা মুক্তিযুদ্ধের পোষাকী ইতিহাসের কোথাও উল্লেখ থাকে না। এই গল্পগুলো সেরকম কয়েকজন নারীর। মুক্তিযুদ্ধের কালে অতি সাধারণ বিস্মৃত-প্রায় ঘটনাগুলো গল্প হয়ে উঠেছে এই বইয়ে। সে অতীতের সঙ্গে আজকের মানুষের সম্পর্ক কিংবা প্রভাব বর্ণনার জমিনে এই গল্পগুলোর কেন্দ্রে আছেন নারী। মাসুক হেলালের প্রচ্ছদে দহনদিনের বীণা বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।