কফির মজদুর ও অন্যান্য কবিতা

অ+ অ-

 

|| সারেং ||

বৃদ্ধ সারেং
সর্বগ্রাসী কুয়াশায় জাহাজ চালিয়ে
নিয়ে চলেছে
যাত্রীদের হট্টগোল
খানিক আগে অন্য এক জাহাজ
এর ধাতব পিঠ চিরে গেছে।

কুয়াশায়
শাদা হাতি, অজস্র শাদা গণ্ডার
খেলা করছে বিচিত্র আঙ্গিকে 
উপরের কোনো এক অন্ধকার কোণে আছে সে
সারেং
জীবনের নির্জ্ঞান রঙে

যে দৃশ্যমান হয়ে উঠতে চায় একা
এই কুয়াশায়, সব জল তার চোখ থেকে
বিভক্ত হয়ে রূপ নিচ্ছে বিচিত্র সব বস্তুতে
তাকে দেখা যায় না কোথাও
শুধু শোনা যায় সেই সারেং বৃদ্ধ
মৃত্যুর সাথে দ্বন্দ্বে একমাত্র জয়ী।

যার চোখ এখন কয়লার খনির মতো
কালো একা রাত্রি
মৃত্যুর সাদা প্রদেশ পেরিয়ে যাচ্ছে।

 

|| অপরাধবোধের মাকড়সা ||

সে নিজেই দেহকে চিড়ে জাল বানিয়েছে
ঝুলে আছে অদৃশ্য তন্তুতে 
নিরালম্ব মনে হয়
তার বাতাসের রঙের সুতো।

পোকারা আসে উন্মাদদের
করোটিতে ভর করা অন্য অন্য কণ্ঠস্বরগুলোর মতো
জড়িয়ে যায় বাতাসের শেকলে
এখন, যেভাবে সে স্থির পদক্ষেপে
হাঁটছে
তার প্রয়োজন নেই ডানার।

সে পিতৃহীন
তার মা ত্যাগ করেছে তাকে
দেহকেই সে এক সেতুতে রূপ দিয়েছে
নিরালম্ব মনে হয় যে ঝুলে থাকা।

 

|| কফির মজদুর ||

কালো পা আকাশের দিকে
কালো মুখ মাটিতে দেবে যেতে চাইছে
মাঝখানে কফিগাছ
আর সাদা সাদা শেকল আমার দেশ।

 

|| পাখি ||

পাখির ভেতর পাখি