শিল্পী সুলতানকে নিয়ে প্রবন্ধ সংকলন
চলতি বছর বাংলাদেশের কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম শতবর্ষ। শতবার্ষিকীকে কেন্দ্র করে আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন সম্পাদনা করেছেন ‘এস এম সুলতান: স্বদেশ প্রকৃতি মানুষ’। সংকলনটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনা। এতে গ্রন্থিত হয়েছে জসীম উদ্দীন, আবদুর রাজ্জাক, শামসুর রাহমান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, আল মাহমুদ, এস আমজাদ আলী, নজরুল ইসলাম, আবুল মনসুর, আবদুস সাত্তার প্রমুখের সুলতানের শিল্পকর্ম নিয়ে মূল্যায়ন। তবে এই সংকলনের লেখক ও লেখাগুলো বাছাইকৃত। দুয়েকজন বাদে লেখকগণ সবাই তার সময়ের শিল্প সমালোচক কিংবা শিল্প সমঝদার। লেখাগুলো শিল্পী সুলতানের সময়কাল, সমাজ-সংস্কৃতিতে শিল্পীর উপস্থিতি ও স্বদেশের সঙ্গে শিল্পীর সম্পর্ককে বুঝতে সহায়তা করবে।
গেল শতাব্দির সত্তর দশকের শিল্পকলা একাডেমিতে একক চিত্র প্রদর্শনীর পর শিল্পী এস এম সুলতান শিল্প সুধিদের নজরে আসেন। সে সময় প্রথিতযশা লেখক ও চিন্তাবিদ আহমদ ছফার বিশ্লেষণ ও মূল্যায়ন সুলতানের শিল্পকর্মকে অনন্য উচ্চতায় সমাসীন করে। আস্তে আস্তে সুলতানও তার প্রাপ্য মর্যাদা পেতে শুরু করেন। অপরদিকে আলোকচিত্রী নাসির আলী মামুনও সুলতানের আলো-ছায়াকে ধারণ করতে থাকেন। মামুনও দীর্ঘদিন ধরে সুলতানকে নিবিড়ভাবে দেখেছেন ও পর্যবেক্ষণ করেছেন। ফলে তার সম্পাদিত এস এম সুলতান: স্বদেশ প্রকৃতি মানুষ গ্রন্থটি সুলতানকে নতুন করে বুঝতে ও জানতে সহায়ক হবে। ভবিষ্যতে যারা শিল্পী সুলতানকে গবেষণা করবেন, তাদের বিস্তর কাজে লাগবে।
শিল্পী এস এম সুলতান বাংলা চিত্রকলার জগতে মিথ। বিশেষত তার উদ্ভাবিত অভিনব শিল্প শৈলী, বোহেমিয়ান জীবন, বাংলার সাধারণ মানুষের প্রতি নির্মোহ ভালোবাসা ও ব্যতিক্রমি শিল্পচর্চা এ মিথে রূপান্তর করে। কিন্তু বাংলাদেশে শিল্প সমালোচনার ক্ষেত্রটি অনুর্বর বলে তার ওপর ভাল কোনো গবেষণামূলক জীবনীগ্রন্থ এখনো প্রকাশিত হয়নি। এমন কি এখনো পর্যন্ত তার সঠিক জন্ম সাল জানা সম্ভব হয়নি। তবে নাসির আলী মামুন সম্পাদিত সংকলনটি সুলতানের জীবন ও শিল্পজগত সম্পর্কে জানতে কিছুটা হলেও সেই দায় মেটাবে। দায়টা যেমন শিল্পের, ঠিক তেমনি বাংলায় চিত্রকলায় শিল্পী সুলতানের অবস্থান নির্ণয়ের সূত্রও নির্ধারিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী শাহাবুদ্দিন। দাম রাখা হয়েছে ৫৬০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন