কবিতায় স্মৃতির সঙ্গে বাস্তবতার বন্ধন

অ+ অ-

সম্প্রতি প্রকাশিত হয়েছে সত্তর দশকের কবি মিনার মনসুরের কাব্যগ্রন্থ ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম। গ্রন্থটির প্রকাশক কথা প্রকাশ। রাজনীতি সচেতন সাহসী একজন কবি মিনার মনসুর। স্লোগান সংক্ষুব্ধ সময়ের কবি হয়েও নিজস্ব স্বভাবের মতোই শান্ত ও নির্জন তাঁর কণ্ঠস্বর। শান্ত অথচ দৃঢ়, নির্জন তবু প্রান্তরে প্রতিধ্বনিময়। স্বদেশ-সংকটে কখনো উচ্চকিত ভাষা, আবার কখনো নিম্নস্বরের মানবিকতা তার কবিতাকে শিল্পিত রূপ দিয়েছে। এমন নয় যে, কবিতায় তিনি সর্বদা স্লোগান মাধুর্যকে আশ্রয় করেছেন। তিনি আশ্রয় করেছেন ইহজাগতিক বস্তুর সঙ্গে মানবিক প্রাণের মিলন, যা তার কাব্যিক ভাষাকে আরও দার্ঢ্য করেছে।

ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম বইয়ের কাব্যগুচ্ছের বড় শক্তি দেশপ্রেম। গভীর একাগ্রতায় তিনি তাঁর নিরাবয়ব সময়কে দেখেন, দেখেন যুধ্যমান রক্তপিপাসু পরিপার্শ্বকেযার লাটাই অপরিণামদর্শী কিছু মানুষের হাতে। বিপুল বেদনা, বিস্ময় ও বিহ্বলতা নিয়ে ঘুরে বেড়ান ধর্ম, দর্শন, পুরান ও ইতিহাসের জটিল গোলকধাঁধায়। কবিতায় তিনি স্মৃতির সঙ্গে বাস্তবতার এক বন্ধন রচনা করেন। আর অনিবার্যভাবে ফিরে আসেন আরশিনগরের সেই পড়শির কাছে। খোঁজেন ভালোবাসা নামের সেই পরশপাথরযার স্পর্শে লুপ্ত হয়ে যায় হিংসা ও হানাহানির যত আদিম অন্ধকার।  

সহজতা ও সুদূরতা, অস্তিত্ব ও অস্তিত্বহীনতা এবং মৃত্যু ও মৃত্যুহীনতা হাত ধরাধরি করে চলে তাঁর কবিতায়। তবে প্রায়শ সবকিছুকে ছাপিয়ে ওঠে পৃথিবীর প্রতিটি প্রাণ ও ধূলিকণার জন্যে অনন্য এক মমত্ববোধ। চারপাশের তীব্র ধূলিঝড়ের মধ্যেও তাই এ কবিকে আলাদাভাবে চেনা যায় কবিতার প্রাণে ও প্রকরণে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।