অনেক দূরের পার্কে ও অন্যান্য কবিতা

অ+ অ-

 

|| পোড়ে না আঁধার || 

আঁধার পোড়াবো ভেবে বের হই বাড়ি থেকে,
পুড়ে যায় অনায়াসে যতো আলো চারিদিকে।

সময় অনন্ত বটে, আমাদের আয়ুতরী
সীমিত জেনেই আজো আলোর প্রত‍্যাশা করি। 

অন্ধকার জেঁকে বসে হকিং-এর ব্ল‍্যাক হোলে— 
আরো আরো বহুকাল আঁধারে ঢাকবে বলে।

যখন কপাল পোড়ে, পোড়ে ভূত-ভবিষ‍্যত আর 
পোড়ে স্বপ্ন, কিছুতেই পোড়ে না আঁধার। 

কে বলে আঁধার ততো কালো নয় যতটুকু ভাবি,
আলো পুড়ে ছাই আজ, অন্ধকার কখন পোড়াবি!

 

|| লিলিথ ||

আমাদের শোনানো হয়নি লিলিথের গল্পগাথা, 
লিলিথের কণ্ঠ নারী অধিকারে আদি প্রতিবাদ। 
পৌরুষ গোপন করে লিলিথের জন্ম ইতিহাস। 
আদমের সাথে জন্ম মাটিজাত মানেনি কর্তৃত্ব আদমের— 
পুরুষের চেয়ে কিসে কম প্রথম মানবী! বিতাড়িত স্বর্গীয় বাগান থেকে। 
পুরুষ পাঁজর থেকে হাওয়া জন্মে পরজীবী লতার মতোন, খেটে চলে পুরুষের ফরমাশ। 
লিলিথের ঝোড়ো বাতাসের ঝাপটা এসে লাগে মাঝে মাঝে,
পুরুষেরা ডাকিনী যোগিনী তাড়াবার তাবিজ কবজ কমণ্ডলু পরে। 
লিলিথ ডাকিনী নয়, প্রতিবাদী নারীর প্রতীক, মানে না অবদমন। 
আমাদের শোনানো হয়নি লিলিথের কোনো গল্পগাথা, 
অথচ পিশাচ আর ডাকিনীর নিঃশ্বাসের স্পর্শ টের পাই ঘাড়ে। 

 

|| অচলমুদ্রা ||

গৃহিনী লক্ষ্মী অন‍্যশহরে
বাড়িঘর সব এলোমেলো 
বাসনের পাশে মোজা বসে থাকে
মেঝেতে লুটায় ভোরের আলো।

আরশিতে ধুলা জমে জমে ঘোলা
কালশিটে আজ চোখ দুটো,
বিছানায় ঠাসা রাজ‍্যের বই
কাচের গেলাসে খড়কুটো। 

নাটকের নই খল চরিত্র
নয় ব‍্যবহার নায়কোচিত,
টেলিসামাদের মতন জোকার 
সারাক্ষণ থাকি অযথা ভীত। 

তারপরও চলে জীবনের চাকা
মাঝেমাঝে তিনি মারেন হাঁক,
যা কিছু দেখি উল্টাপাল্টা 
আজীবন খুঁজি জয়ের ঢাক। 

সিঙ্কে জমেছে হাড়ি ও পাতিল
সাথে পোড়াভাত নষ্ট ডাল,
সাহেবের বেশে চাকরিতে যাই
ঘরেতে যদিও নন্দলাল। 

 

|| অনেক দূরের পার্কে ||

অনেক দূরের পার্কে বেড়াতে যখন গিয়েছো,
দেখো, গাছেই ঝুলছে লাল-আপেল—
তুমি দু’চারটে পেড়ে নিয়েছো।

অনেক মানাই করলাম শুনলে না তুমি কিছুতেই,
মালিকবিহীন গাছটায়
আর শুনশান একা রাস্তায়
আপেল নিয়েছো দুহাতেই
তুমি ছাড়বে না কোন ইস‍্যুতেই।

অনেক দূরের পার্কে গাছে গাছে ঝোলে লাল-আপেল,
অনেক দূরের পার্কে দেখো, গাছেই ঝুলছে লাল-আপেল।

আমার অনেক ভয়ডর তোমার কিচ্ছু ছিল না,
মার্সার দ্বীপে লাল-আপেল স্বাদে নেই তার তুলনা
তুমি নিয়েছ পেড়ে তা কোচড়ে, তুমি তো বঙ্গ ললনা।

অনেক দূরের পার্কে গাছে গাছে ঝোলে লাল-আপেল,
অনেক দূরের পার্কে দেখো, গাছেই ঝুলছে লাল-আপেল।