আচ্ছন্নছাড়া জীবন ও অন্যান্য কবিতা
|| আচ্ছন্নছাড়া জীবন ||
কিছুতেই কারো নাকি কিছু এসে যায় না
অথচ আমার সবই এসে চলে যায়
|| সংকোচ বিহার ||
কোচ নিয়ে ভাবিলাম বিহার করিবো
তুমি এলে পরিপাটি সংকোচ নিয়ে
|| আই সি ইউ ||
নিরঙ্কুশ একা হলে মরবার বাসনা ফুরায়
যাও কত দূর যাবে শেষ দেখা হবে মথুরায়।
|| মৃত্যুৎপন্নমতি ||
জীবন নিয়ে যে খেলেছে অশেষ, তাহারে নিয়েই জীবন খেললো শেষে!
|| প্রোভোকেশনাল ইন্সটিটিউট ||
আমরা যতোটা ক্রিয়াশীল কিংবা রতিক্রিয়াশীল, তাহারও অধিক বটে প্রতিক্রিয়াশীল। হিংস্য শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়, তাই, ভোকেশনাল প্রশিক্ষণের চেয়ে গুরুতর প্রোভোকেশন সামলানো।
|| উচ্চমাধ্যমিক জিভবিদ্যা ||
জিভে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।



আপনার মন্তব্য প্রদান করুন