নিপা গোমেজের একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী ‘নারী ও প্রকৃতি’

অ+ অ-

 

শিল্পী পরিচিতি || নিপা গোমেজ

চিত্রশিল্পী ও শিক্ষক। জন্ম ১৪ অক্টোবর ১৯৭৪ সালে, ঢাকায়। পড়াশোনা ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে চিত্রকলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। গবেষণা করেছেন সেখানে। পড়াশোনা শেষে চিত্রকলাকে পেশা হিসেবে নিয়েছেন তিনি। পরিচালক হিসেবে যুক্ত আছেন কাশফুল আর্ট স্কুলে। তিনি শিল্পকলা একাডেমি, ইএমকে সেন্টার, সাজু আর্ট গ্যালারিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত যৌথ শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ গ্রহণ করেছেন। তবে তার এখনো কোনো একক প্রদর্শনী হয়নি। বর্তমানে তিনি উইলিয়াম ক্যারি ইন্টারন্যাশনাল স্কুলে আর্ট এন্ড ক্রাফট বিষয়ে শিক্ষকতা করছেন।

 

শিল্পকথা || নারী ও প্রকৃতি

শিল্প মানুষের মনের ভাব প্রকাশের একটি মাধ্যম।  শিল্পী তার আবেগ অনুভূতি দিয়ে শিল্পকর্ম নির্মাণ করেন। আসলে এগুলো শিল্পীর ভাষা বা কথা, শিল্পী দর্শকের সাথে কথা বলেন তার কাজের মাধ্যমে আর দর্শক তাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে তার বিশ্লেষণ করে থাকেন। আমার চিন্তা ভাবনার জায়গাটা হল প্রকৃতি ও নারী। প্রকৃতি তার নিরন্তন ভালবাসায় মানুষকে আগলে রেখেছেন ঠিক তেমনি নারী ও শত কষ্টের মধ্যেও সৃষ্টি করে যাচ্ছে পরের প্রজন্মকে। নারীর আনন্দ-কষ্ট-যন্ত্রণা-ভালোবাসার প্রকাশ ব্যক্ত করেছি নানা রূপে নানা রঙে ও রেখায়। নারী প্রকৃতির মতই নিরন্তর। সমাজের নানা প্রতিকূলের সাথে সংগ্রাম করে তাকে টিকে থাকতে হয়। আমি আমার চিন্তা অনুভূতি আবেগ দিয়ে মুক্তির আনন্দে সৃষ্টির নেশায় ডুবে থাকি। আমি মনে করি প্রতিটি মানুষ স্বাধীন। অন্ধকারের সৌন্দর্যের মতো মানুষের কষ্টের সৌন্দর্যকে প্রকাশ করা যায় রং ও রেখার মাধ্যমে। পরম যত্নে কষ্টগুলোর রূপান্তরিত হয় শক্তিতে। আমি আমার সৃষ্টিশীলতার মধ্যদিয়ে পরমাত্মার সাথে একাত্ম হতে চাই।

প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী নিপা গোমেজের প্রথম একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম নারী ও প্রকৃতি। এটি চলবে ৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ নাগাদ। 

 

চিত্রকলা প্রদশর্নী || নারী ও প্রকৃতি || নারী ও প্রকৃতি

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি ||

 

নারী ও প্রকৃতি || ১০

 

নারী ও প্রকৃতি || ১১

 

নারী ও প্রকৃতি || ১২

 

নারী ও প্রকৃতি || ১৩

 

নারী ও প্রকৃতি || ১৪

 

নারী ও প্রকৃতি || ১৫

 

নারী ও প্রকৃতি || ১৬

 

নারী ও প্রকৃতি || ১৭

 

নারী ও প্রকৃতি || ১৮

প্রদর্শনী © প্রতিধ্বনি || ইমেজ © নিপা গোমেজ