আহমেদ নকীব

 

আহমেদ নকীবের জন্ম ২৭ জুন ১৯৬৫ সাল, ঢাকায়। তিনি কবি, কথাকার ও প্রাবন্ধিক। বেড়ে উঠেছেন ঢাকার শহরে। শুরু থেকেই প্রাত্যহিক সংবেদনশীল ভাষা আর শহরের নানা অনুসঙ্গ তাঁর কবিতার বিষয়-আশয়। কোনো এজেন্ডা নয়, বস্তু থেকে ইন্দ্রিয় বলয়, ব্যক্তি থেকে সমাজ বাস্তবতায় তাঁর কবিতার জগত। প্রথম কাব্যগ্রন্থ  শিশু ও হারানো বিড়ালের কথা  [ধানসিঁড়ি: ১৯৯৬]। মোট কাব্যগ্রন্থ ১২ টি। প্রথম গদ্যগ্রন্থ ঘষা খাইতে খাইতে চলে নয়া চক্রের খেইল [দুয়েন্দে: ২০০২]। প্রথম গল্পগ্রন্থ ট্যাক্সট ম্যাসেজের মৃত্যু [উলুখড়: ২০১২]। সম্পাদনাগ্রন্থ স্বপ্নের সারসেরা [যৌথ সম্পাদনা] । সর্বশেষ প্রকাশিত বই তাল তাল মেঘ ভেঙে  পড়ছে  [উড়কি : ২০২১]। দীর্ঘদিন যুক্ত ছিলেন শিরদাঁড়া পত্রিকার সম্পাদকমণ্ডলীতে। পেশায় একজন হিসেব বিজ্ঞান বিশেষজ্ঞ। 

 

সাবস্ক্রাইব