মেহেদী হাসানের জন্ম ১৯৮৩ সালের ২১ সেপ্টেম্বর, সিরাজগঞ্জের মাছিমপুরে। তিনি গল্পকার ও অনুবাদক। বেড়ে উঠেছেন টাঙ্গাইলের এক নিভৃত গ্রামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা সাহিত্যে। তিনি মূলত একজন পাঠক। নিজেকে অবিরাম পাঠ করতে চাওয়ার তাড়না থেকেই লেখা-লেখির জগতে প্রবেশ। তার গল্পগ্রন্থ অসময়ের গল্প। তিনি নিয়মিত লিখছেন দেশের বিভিন্ন সাময়িকী, ব্লগ ও সাহিত্য পত্র-পত্রিকায়।