লায়লা ফারজানা

 

কবি। পেশায় স্থপতি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক। পরবর্তীতে আরবান ডিজাইন এবং স্থাপত্যবিদ্যায় উচ্চশিক্ষা অর্জন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক এবং কানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টো থেকে। তিনি নিউ ইয়র্ক সিটি স্কুল কনস্ট্রাকশন অথোরিটিতে স্থপতি হিসাবে কাজ করছেন। নিউ ইয়র্ক-এর ডিস্টুডিও ডি আর্কিটেক্টস এবং ইঞ্জিনিয়ার্স [দ্য স্টুডিও অফ ডিজাইন] তার নিজস্ব প্রতিষ্ঠান, যেখানে তিনিসাসটেইনেবল-আর্কিটেকচার-এর চর্চা করেন। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকা এবং ওয়েবম্যাগে। প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পাতার র‍্যাপসোডি [মাওলা ব্রাদার্স]। 

 

সাবস্ক্রাইব